দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমাদের আঘাত দিতেই ১৫ আগস্ট জন্মদিন পালন করত খালেদা জিয়া।"

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার (৯ আগস্ট) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২২ হাজার ১০১ পরিবারের মাঝে আধা-পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে শুরু করলে বেগম খালেদা জিয়াও সেদিন থেকে তার জন্মদিন উদযাপন শুরু করেন।

আওয়ামী লীগ সে সময় থেকে এটির তীব্র সমালোচনা করে আসছে। বঙ্গবন্ধুকে হত্যার দিনে আনন্দ করতে বিএনপি নেত্রী ভুয়া জন্মদিন পালন করছেন বলে দলটির অভিযোগ।

সমালোচনা গায়ে না মাখলেও ২০১৫ সাল থেকে ১৫ আগস্ট কেক কাটা বন্ধ করে ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের সব আয়োজন করে বিএনপি।

বুধবার ঘর বিরতণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "১৫ আগস্ট আমাদের চোখে পানি ঝরার দিন জন্মদিন পালন করত খালেদা। আমাদের আঘাত দিতেই তিনি এই জন্মদিন পালন করেন।"

আওয়ামী লীগ সরকারের আসার পর দেশের মানুষের ভাগ্য গড়তে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, "মানুষ যেন উন্নত জীবন পায় সরকার সেজন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছে। আমি সব হারিয়েছি। দেশের মানুষের জন্য যদি কিছু করে দিতে পারি তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে।"