লিটনের সেরা একাদশে নেই তামিম!
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের বর্তমান সহ-অধিনায়ক লিটন একটি বাণিজ্যিক অনুষ্ঠানে গতকাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গণমাধ্যের সঙ্গে কথা বলেন। সে সময় অধিনায়কত্বের জন্য তৈরি কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বোর্ডের থেকে খবর এলেই সেটি ভালো হয়।
এছাড়া তিনি বলেন, "দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার থেকে আপনারা বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি। আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন।"
এই অনুষ্ঠানেই লিটনের কাছে চাওয়া হয়েছিল নিজের পছন্দের সেরা বিশ্ব একাদশ। যেখানে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এতে শর্ত হিসেবে ছিল, তাকে নিজেকে রাখতে হবে সেই একাদশে এবং অধিনায়কও থাকতে হবে তাকে। এরপর দেশ-বিদেশের বর্তমান এবং সাকেব ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত নিজের পছন্দের একাদশ দিয়েছেন এই টাইগার ব্যাটার।
লিটনের সেরা একাদশ-
১। বীরেন্দর শেবাগ
২। সনাৎ জয়সুরিয়া
৩। শচীন টেন্ডুলকার
৪। রিকি পন্টিং
৫। লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক)
৬। সাকিব আল হাসান
৭। ওয়াসিম আকরাম
৮। শেন ওয়ার্ন
৯। মুত্তিয়া মুরালিধরন
১০। শোয়েব আখতার
১১। চামিন্দা ভাস