দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়ানডে ফরম্যাট থেকে তামিম ইকবাল পদত্যাগ করার পর থেকে জল্পনা-কল্পনা চলছিল কে হবেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। সবার ধারণা ছিল সাকিব আল হাসানকেই বেছে নেয়া হবে। যদিও নাম এসেছিল লুটন দাস আর মেহেদী হাসান মিরাজেরও।

তবে অবশেষে সাকিব আল হাসানকেই টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানই থাকবেন বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন।

যদিও বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে সাকিব আল হাসান অধিনায়কত্ব করছেন। এই মুহুর্তে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।