দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ শনিবার চার দিনের সফরে বাংলাদেশ আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। তাদের সাথে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও।

সূত্র জানায়, দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এ ছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

তাদের সফর প্রসঙ্গে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। তারা এখানে এসে দেখবেন দেশটির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হচ্ছে। রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে চলমান সংকট নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, সে বিষয়ে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।