দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৯ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৯৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৮১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯০ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– অ্যারামিট লিমিটেডের ১০.০৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.১২ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৩৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.০১ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্সের ৩.৭৯ শতাংশ, এমারেল্ড ওয়েলের ৩.৪৪ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.১৭ শতাংশ এবং অ্যাপেক্স স্পিনিংয়ের ২.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে ।