শর্তসাপেক্ষে বাড়ছে নারী ফুটবলারদের বেতন
দ্য রিপোর্ট প্রতিবেদক: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কিছুদিন আগেই ক্যাম্প বর্জন করেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশ্বাস পেয়ে ক্যাম্পে ফিরেও এসেছিলেন তারা কিছুদিন আগেই। কারণ, প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে মেয়েদের দাবি অনুযায়ী বেতন-ভাতা বাড়ছে না। সাবিনাদের দাবি ছিল ন্যূনতম ৫০ হাজার টাকা বেতন দিতে হবে। আর বাফুফে তাদের সেই বেতন বাড়িয়ে ৪০ হাজার করছে।
একই সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের ৩১ ক্রিকেটারকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ভাগ করেছে বাফুফে। আর বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি হবে ক্যাটাগরিভিত্তিক। ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত বেতন পাবেন ফুটবলাররা।
এর আগে ফুটবলারদের বেতন ছিল সর্বোচ্চ ২০ হাজার টাকা। যা পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।
একই সঙ্গে ফুটবলারদের কোড অব কন্ডাক্টের আওতায় আনতে যাচ্ছে বাফুফে। সেখানে শর্ত হিসেবে থাকছে হুট করে অনুশীলন বয়কট করা যাবে না, সংবাদমাধ্যমের সঙ্গে ইচ্ছামতো কথা বলা যাবে না। এ ছাড়াও ছুটিতে থাকার সময় অন্য কোথাও না খেলার শর্তও ফুটবলারদের জুড়ে দিয়েছে ফেডারেশন।
কোনো ফুটবলার শর্ত ভঙ্গ করলে চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি সেই ফুটবলারের ওপর শাস্তির বিধানও রাখা হয়েছে।