দ্য রিপোর্ট প্রতিবেদক:  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে নানান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটি, চুয়াডাঙ্গা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য জনাব এম. এ. রাজ্জাক খান রাজ সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭৫ এ একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে পৃথিবীতে এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিল। সেই মহল আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে । তাদেরকে রুঁখে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে’।
তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। ‘চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন পেলে এই জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ’।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জনাব এ্যাডভোকেট নুরুল ইসলাম ও চুয়াডাঙ্গার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর হোসেন প্রমুখ।

এর আগে, জাতীয় শোক দিবসের নানান কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোরে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট (২০২১-২০২৩) ও দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সিআইপি, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পাবলিক প্রসিকিউটরস এ্যাডভোকেট বেলাল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলাসহ যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বাঙালি জাতির জন্য নতুন এক কালো অধ্যায় রচিত হয়। কিছূ বিপথগামী সেনা সদস্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে। যথাযোগ্য ভাবগম্ভীর্য ও নানান কর্মসূচির মধ্য দিয়ে তাই এই দিনটিকে দেশব্যাপী জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।