ভারতে বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে এক নবিশ আইনজীবী। এ বিষয়টি তদন্ত করতে মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যাসিভাম কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনজন বিচারকের সমন্বিত এ কমিটির সদস্যরা হলেন- আরএম লোধা, এইচএল দত্ত ও রঞ্জনা পি দেশাই।
এর আগে ভারতের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে এটর্নি জেনারেল জিই ভাহানভাতি এক পিটিশন দায়ের করেন।
প্রতিবেদনে বলা হয়, এক নবিশ আইনজীবী অভিযোগ করেছেন, সম্প্রতি অবসর নেওয়া ঐ বিচারক গত বছরের ডিসেম্বরে তাকে যৌন হয়রানি করে।
ঐ নবিশ আইনজীবী কলকাতা ভিত্তিক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এ বছর জুরিডিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।
অভিযোগকারী জানায়, অভিযুক্ত বৃদ্ধ বিচারক তার দাদার বয়সি। গত বছর যখন গোটা ভারতজুড়ে চলন্ত গাড়িতে গণধর্ষনের বিরুদ্ধে আন্দোলন চলছিল সে সময়ই এক হোটেলে তাকে ঐ বিচারক যৌন হয়রানি করে।
অভিযোগকারী আইনজীবী গত ৬ নভেম্বর এ বিষয়ে তার ব্লগে একটি লেখা প্রকাশ করে। এরপর সোমবার লিগ্যালি ইন্ডিয়া নামে এক ওয়েবসাইট তার সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকারে ঐ নারী আইনজীবী জানায়, ঐ বিচারক আরো তিন নারীকে যৌন হয়রানি করেছে।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)