দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন এ অস্ত্র আর কাজ করবে না। মানুষ আন্দোলন করতে শিখেছে, তারা দাবি আদায় করবে। ফলে ভয় নেই, আলোর দেখা পাচ্ছি, সামনে দিন আসছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে এ গণ-মিছিল মহাখালী হয়ে মহাখালী-টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

তিনি বলেন, এ সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। গত ১৫টি বছর এ ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদের টেনেহিঁচড়ে এখান থেকে নামাতে হবে।

তিনি আরও বলেন, কি কারণে আজ এত জনসমাবেশ? কি কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা কিংবা কর্মী সবাই কিন্তু মিছিলে নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজ এ মিছিলে যোগ দিচ্ছে।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা যখন রাজপথে নামে তখন সরকার গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গত রাতে এ এলাকার বহু কর্মীসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বহু নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈণ খান প্রমুখ।