সাপ্তাহিক লুজারের শীর্ষে ইমাম বাটন
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতন বা লুজারের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৫ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– লিগ্যাসি ফুটওয়্যারের ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬১ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১১ দশমিক শূন্য ৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ১০ দশমিক ৩৭ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক শূন্য ৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক শূন্য ৪ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৯৪ শতাংশ করে শেয়ার দর কমেছে।