খালেদা জিয়াকে শেষ করার জন্য কারাগারে নেওয়া হয়েছিল: রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, কারাগারে বন্দি রাখা অবস্থায় খালেদা জিয়ার খাবারে বিষ মেশানো হয়েছিল কি না, বিদেশে উন্নত ল্যাবে এটা ধরা পড়তে পারে। এই কারণেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।
শনিবার (১৯ আগস্ট) দক্ষিণ কেরানীঞ্জের জিনজিরায় বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার এক তরফা নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়া। পথের কাটা দূর করতে, নির্বাচনী মাঠ শূন্য করতে তাকে (খালেদা জিয়া) আইন আদালত ব্যবহার করে বন্দি করা হয়েছিল।
রিজভী বলেন, সুস্থ মানুষটি কারাগারে গিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কেন? কারণ, শেখ হাসিনার চক্রান্ত বেগম খালেদা জিয়াকে দুনিয়ে থেকে তুলে দেওয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে যে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। তার নির্বাচনে বিরোধী দলকে জেল খানায় থাকতে হয়। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। তাই, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরীসহ বিএনপি নেতা খন্দকার আবু আশফাক, নাজিম উদ্দিন মাস্টার, তমিজউদ্দিন, মোজাদ্দেদ আলী বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।