দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় সাড়ে তিন মাসের মাথায় আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি সিন্দুক খুলে মিলেছে ২৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। যা গণনার পর দেখা গেছে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সিন্দুক খুলে শুরু হয় অর্থ গণনার কাজ। মাদ্রাসার দেড় শতাধিক খুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে প্রায় আড়াইশ লোক টাকা গণনা করেন এই টাকা।

স্থানীয়রা বলছেন, মসজিদে দান করলে মনের ইচ্ছে পূরণ হয় এমন বিশ্বাসে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন এখানে দান করে থাকেন। টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।

পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়ে থাকে।

এর আগে ছয় মে পাওয়া গিয়েছিল সর্বোচ্চ পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ছয়শ ৮৯ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, সোনা রুপাও ছিল।