দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখা যাচ্ছে। এ জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে। আক্কেল থাকলে এত রাতে কেউ সংবাদ সম্মেলন ডাকে কি না, এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ

মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন রাখেন। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হলো, রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা। বিএনপি রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকল। কারো যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে?

তিনি বলেন, সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত তিনটায় তাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? এমনটি আমি আগে আর শুনিনি। সেদিন রাতে বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল। এ বিষয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কর্মীদের এর আগে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনো রাত ৩টায় করেনি। তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটিরই প্রমাণ হলো রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকা।