দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির একদফা আন্দোলনে বাধা এলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।  

বিএনপির চলমান এক দফার আন্দোলনকে সামনে রেখে অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তারা ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। এ সময় গ্রেপ্তার নেতাকর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ আনেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ মাহমুদ জুয়েল বলেন, ৫৬ হাজার বর্গমাইলেই আমাদের সংগঠন সক্রিয় রয়েছে। প্রতিনিয়ত সারাদেশের নতুন নতুন করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। যার সংখ্যা প্রতিদিনই ভারি হচ্ছে। আমি দৃঢ়কন্ঠে বলতে চাই বিএনপি এবং ছাত্রদলের কর্মসূচি শান্তিপূর্ণ। বিগত দিনের কোনো আন্দোলনে আপনারা দেখাতে পারবেন না ছাত্রদলের কোনো কর্মী অস্ত্র নিয়ে এসেছে। ছাত্রদল অস্ত্রের রাজনীতি করে না। ছাত্রদল কলমের রাজনীতি করে। আমাদের ডাকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা রাজপথে সমবেত হয়। সুতরাং আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না। কয়েকদিন আগে প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তান ব্রান্ডের পুরনো অস্ত্র দেখিয়ে নাটক সাজিয়েছে। অথচ যারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসেছে তাদের বিষয়ে দলকানা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রঐক্যের বিষয়ে একপ্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি। কিছু ছাত্রসংগঠন শাহবাগে কর্মসূচি পালন করছেন। আমাদের সে উদ্যোগের ধারাবাহিকতায় সেখানে ছাত্রদলের প্রতিনিধি পাঠিয়েছি। আমরা বারবার বলছি-যারা দেশ বিনির্মানে ভূমিকা রাখতে চাই সেখানে সকল শিক্ষার্থীরা অংশ নিবেন।