ক্ষমতায় থাকতে দেশে দেশে ঘুরছেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু
দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দেশে ঘুরছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দুদু বলেন, আপনি আর একবার ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। দেশে দেশে রাজনীতিবিদদের পাঠাচ্ছেন। বিভিন্ন দেশের সাথে লবিং করছেন। কোন লবিংয়ে কাজ হবে না। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনের মত বেহায়াপনা নির্বাচন আর এদেশের মানুষ হতে দেবে না। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনের মত সাজানো গোছানো নির্বাচন করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি সব কথা বলেন।
তিনি বলেন, এর আগে পশ্চিমা দেশগুলো আপনার (হাসিনা) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অতি সম্প্রতি ভারত যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে ভারত ও আপনার সাথে নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এদেশের জনগণ, পেশাজীবী, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এটা যদি আপনি বুঝতে অক্ষম হন তাহলে আপনার বিদায়টা খুব ভালোভাবে হবে এটা এখন আমরা বলতে পারব না।
তিনি বলেন, নির্বাচন হবে এ বছরের শেষে অথবা আগামী বছর শুরুতে আর সে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। হওয়ার কোন কারণ নাই। আপনি (শেখ হাসিনা) ওয়াদা করেছিলেন দশ টাকা কেজি চাউল খাওয়াবেন। কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেবেন সেটা দিতে পারেন নাই। এখন তিন চার গুণ বেশি দাম। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন কিন্তু কোটি কোটি শিক্ষিত বেকার যুবক চাকরি পাচ্ছে না।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণিচৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।