দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি। মহানগর উত্তর ও দক্ষিণ আলাদা আলাদাভাবে এ মিছিল করবে।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও মিছিল করবে। একই দাবিতে শনিবার সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

গত ২২ আগস্ট সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মহানগর দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সমানে থেকে শুরু করে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে। প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

ঢাকা মহানগর উত্তর বিএনপির মিছিল শ্যামলী রিং রোডা থেকে শুরু করে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্টেশনে এসে শেষ হবে। প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই দাবিতে কালো পতাকা মিছিল করবে সমমনা দলগুলোও।