বিশাল রানের ব্যবধানে নেপালকে হারিয়েছে পাকিস্তান
দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানের দেয়া ৩৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদীর করা প্রথম ওভারে দুটি চার মেরে ভালো শুরুর আভাস দেন নেপালের ওপেনার কুশল ভুর্তেল। তবে সেটি আর দীর্ঘস্থায়ী হয়নি। ফিরেছেন সেই ওভারে। আফ্রিদির বলে ইনিংসের পঞ্চম বলে উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।
ইনিংসের এবং নিজের প্রথম ওভারের শেষ বলে আরও এক উইকেট তুলে নেন আফ্রিদি। ফলে দলীয় ১০ রানে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নেপাল। শেষ পর্যন্ত আর উদ্ধার করতে পারেনি কোনো ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নেপাল।
দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেছেন সোম্পাল কামি। শাদাব খান এবং হারিস রউফের বোলিং তোপে আসা-যাওয়ার মিছিল শুরু হয় নেপাল দলে। আর শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৩.৩ ওভারে মাত্র ১০৪ রানে।
আর এতে করে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।