লজ্জার হার দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের ছুড়ে দেয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। যদিও শুরুতে দুই উইকেট হারিয়ে ১৫ রান ছিল তাদের।
এরপর দলের হাল কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। সাদিরার কাছেই শেষ পর্যন্ত হারতে হয়েছে টাইগারদের। ২১ বলে ৫ রান করে মেন্ডিস সাকিবের শিকার হয়ে ফিরে গেলেও সাদিরা রানের চাকা ঘুরিয়েছেন। চারিথ আসালাঙ্কার সঙ্গে গড়েন ৭৮ রানের জুটি। যাতে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা।
দলীয় ১২১ রানে শেখ মেহেদীর বলে সাদিরা স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হয়ে যান। আউট হবার আগে তিনি করেন ৭৭ বলে ৫৪ রান। এরপর ধনঞ্জায়া ডি সিলভাকেও ফেরান সাকিব। ফলে ম্যাচে ফেরার আশা জাগে টাইগারদের।
কিন্তু শেষ পর্যন্ত টাইগারদের ম্যাচে ফেরা সম্ভব হয়নি। আসালাঙ্কার হার না মানা ৯২ বলে ৬২ রানের ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ৩৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। আর এতে পাঁচ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করল লঙ্কানরা।