ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ বিক্রেতাশূন্য
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৪ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার বিক্রেতাশূন্য হয়েছে। এতে কোম্পানি দুটির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বেোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইস্টার্ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ হাজার ১৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনার জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.২০ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।