দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও পুলিশের কাজে বাধা প্রদান মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

পৃথক আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে।

মির্জা আব্বাসের বিরুদ্ধে রমনা থানার তিনটি ও শাহবাগের একটি মামলায় এবং রমনা থানায় সালামের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় এ জামিন দেওয়া হয়েছে।

আসামীপক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

হাইকোর্টের এ জামিনের ফলে কারাগার থেকে মুক্তি পেতে আব্বাস ও সালামের কোন বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী।


(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এজেড/এপ্রিল ০২, ২০১৪)