তরুণরা ক্ষমতাসীন আ.লীগের নির্যাতন-নিপীড়নের শৃঙ্খল ভাঙবে: রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান প্রজন্মের তরুণরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের শৃঙ্খল ভাঙবে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেছেন, "এই নিপীড়ন-নির্যাতনের শৃঙ্খল ভাঙবে এই তরুণরা। এই জাতীয়তাবাদী শক্তির তরুণ, জাতীয়তাবাদী যুবদল এদের যারা দেশব্যাপী আজকে যারা গণতন্ত্রের জন্য বুকে বুলেট বরণ করছে, যুবদল নেতা শাওন আত্মহুতি দিয়েছে, আরও শাওনরা আত্মহুতি দিয়েছে সারা বাংলাদেশে। সুতরাং এরাই ভাঙবে আপনার কারাগারের লৌহপ্রাচীর, এরাই ভাঙবে আপনার দুর্নীতি আর দুর্বৃত্তপরায়নের লৌহপ্রাচীর, এরা ভেঙে তছনছ করে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেবে।"
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দলের দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির এই নেতা বলেন, "জনগণ আজকে রাজপথে নামছে ক্রমান্বয়ে। আমরা তারুণ্যের যে সমাবেশগুলো দেখেছি তাতে আমার মনে হয়, আজকে এই তারুণ্যের সমাবেশে যত তরুণরা অংশগ্রহণ করেছে, বাংলাদেশে আর কোনো তরুণ আওয়ামী লীগের যুবলীগ-ছাত্রলীগ করে না। হয় সন্ত্রাসী, নাহয় বখাটে, নাহয় দখলদার এরা যুবলীগ-ছাত্রলীগ করে। আর সমস্ত শাণিত চেতনার তরুণরা আজকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল করে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।"
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "২০০৮ সালের জুলাইয়ে শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্য তার কারাদণ্ড থাকা অবস্থায় তাকে কারাগার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও সরকার বলেছে, তার যে শ্রবণশক্তির অসুবিধা, সেই শ্রবণশক্তির চিকিৎসা বাংলাদেশেও হতে পারে, বাংলাদেশেও হবে। কিন্তু তার চিকিৎসকরা যখন বললেন- না এটার উন্নত চিকিৎসা দরকার, তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু বেগম খালেদা জিয়া, তাকে কেন পাঠানো হচ্ছে না? বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন, তার যে জটিলতা তার যে অসুস্থতা সেটি গুরুতর।"
বিএনপির আমলে মানবিকতার উদাহরণ টেনে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন আ স ম আব্দুর রব। তার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠানো হয়েছিল। তখনও কিন্তু তার কারাদণ্ড মওকুফ হয়নি। শুধু তাই নয়, তিনি বিদেশে যাওয়ার প্রাক্কালে তার গ্রামের বাড়ি তাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা বিএনপির ইতিহাস, মানবতার ইতিহাস, মানুষের মুক্তির ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস।"
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, "আপনারা গণতন্ত্রকে খুন করে, যারা বাকশাল করে, যারা ২০১৪, ২০১৮ সালে রাতের বেলা নির্বাচন করে, দিনের বেলা যারা সাহস পায় না, তারাই তো অমানবিক এবং ঘৃণ্য ষড়যন্ত্র করে জনগণের সবচেয় যিনি জনপ্রিয় নেত্রী তাকে আজকে বন্দি করেছেন, তিলে তিলে ধ্বংস করার জন্য।"
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আয়োজিত ওই দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনায় ছিলেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।