শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যটা খুব একটা বড় ছিলো না বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া লক্ষ্যে ধির গতিতে শুরু করে বাংলাদেশ। অবশেষে পঞ্চাশ ছাড়ানো উদ্বোধনী জুটি ভেঙে শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক দাসুন শানাকা। ২৯ বলে ৪ চারে ২৮ রানে বিদায় নেন মিরাজ। এতে ভাঙল ৬৭ বলে ৫৫ রানের উদ্বোধনী জুটি। এরপর শানাকার বলে ৪৬ বলে ১ চারে নাঈম ফেরেন ২১ রানে ও ১৫ রানে লিটনের উইকেট হারিয়ে চাপে পরে যায় বাংলাদেশ।
১৬ ওভারে বাংলাদেশে সংগ্রহ করে রান ৩ উইকেটে ৭৩ রান । এর পর দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান।
এরপর দলের হাল ধরেন মুশফিক ও তাওহিদ হৃদয়,৩০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৪ উইকেটে ১২৪ রান। এর পরে মুশফিক বিদায় নিলেও তাওহীদ তুলে নেয় তার অধশতক। মুশফিকের বিদায়ের পরে ক্রিজে আসে শামিম তবে আজও হাসেনি তার ব্যাট। ৭ নাম্বার পজিশন টা যেনো মাহমুদুল্লাহকেই খুজচ্ছিল৷ এর পরেই কিছুটা আক্রমনাত্মক ব্যাটিং চালায় রিদয়। তবে এলবিডব্লিউর শিকার হয়ে ৮২ রান করেই বিদায় নেয় এই ব্যাটার। এর পরেই আর ঘুরে দারাতে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ২১ রানের পরাজয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ।