মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, মাঠ ছাড়বেনা আওয়ামী লীগ
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। নেতাকর্মীদের সজাগ থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথসভা হয়।
আওয়ামী লীগের যৌথ সভায় গৃহীত কর্মসূচিগুলো হলো-
২৩ সেপ্টেম্বর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে মহানগরের সমাবেশ। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে। ২৫ সেপ্টেম্বর উত্তরা ও যাত্রাবাড়িতে সমাবেশ করবে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
২৬ কেরানিগঞ্জে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
২৭ সেপ্টেম্বর টঙ্গিতে গাজীপুর মহানগরের সমাবেশ। উত্তর ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবীর দিন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ আসর।
২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সারাদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক হত্যার স্মরণে কৃষক সমাবেশ করবে কৃষক লীগ।