বিদেশি পর্যবেক্ষক না আসলেও নির্বাচন অবাধ সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবেনা।
মতবিনিময়কালে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন ।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।