দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সারাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে অথচ বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। ক্ষমতা বাবার হাতের মোয়া নয় যে, বিএনপি চাইলেই আওয়ামী লীগ ছেড়ে দেবে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু কেউই তাদের ক্ষমতায় বসাতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য মার্কিন ভিসানীতি সম্মানজনক নয়। তবে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করলে তাদের জন্য মার্কিন ভিসা নীতি।

এরপর তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র, তা দেখতে চায় আওয়ামী লীগ।

সমাবেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জানিয়ে দেয়া হয়েছে, আমেরিকা যাবো না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

সমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই মিছিলে স্লোগানে মুখোর হয় পুরো এলাকা। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।