দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কাদের ভিসা নিষিদ্ধ করেছে ইউএস, সেই তালিকা সরকারের কাছে নেই। এটা তাদের বিষয়, যারা নীতি দিয়েছে। আমাদের কিছু করার নেই। নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন কি না জানি না। আগে যারা ছিল তাদেরটা জানি, স্যাংশন পাওয়াদের কজনেরটা। নতুন কারোরটা জানা নেই।

রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে আহ্বান জানিয়েছি, যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নিরাপত্তা বিঘ্ন ঘটানোর বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, বিদেশি যারা এখানে কাজ করছেন, ভোটের সময় নিরাপত্তা জোরদার করতে জাতিসংঘ আহ্বান জানিয়েছে। আমরা বলেছি, সুরক্ষা দেবো। আমাদের দেশে এমন কিছু ঘটবে না, যাতে বিদেশিরা নিরাপত্তাহীনতায় পড়বে। ভোটের সময় এমন কিছু হবে না; বরং উৎসব আনন্দ হবে। ভায়োলেন্স হলে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ভোটের সময় ইসির হাতে ন্যস্ত থাকবে নিরাপত্তা বাহিনী। সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষ।

খালেদা জিয়ার বিদেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী মানবিকতায় দণ্ড স্থগিত করে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করেছেন। দেশের সেরা চিকিৎসকরা সেখানে কাজ করছেন। কোর্টের পারমিশন ছাড়া কোনো কিছু হবে না। এখানে আদালত ছাড়া কিছু হবে না। তারা তো আবদেন করেনি। প্রত্যোকবারই করেন বিদেশে চিকিৎসার বিষয়ে।