দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছে। পাকিস্তানের বিপক্ষে এদিন মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। চীনের হাংজুতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।

তবে প্রথমে ব্যাট করতে নেমে মারুফা-সানজিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছে পাকিস্তান।

পাকিস্তানের দেয়া ৬৫ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। আর এতে নিজেদের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে পাকিস্তান। বাংলাদেশ বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি নিদার দল।

ব্যাটিং পয়ায়ার প্লেতেই ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তান শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

টাইগ্রেস বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন স্বর্ণা আক্তার ও ২টি উইকেট নেন সানজিদা মেঘলা।