দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, বান্দরবান জেলার লামা উপজেলায় ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদ দিয়েছে সরকার। এর মধ্যে দিনাজপুরে ২০০ মেগাওয়াট (এসি), বান্দরবানে ৭০ মেগাওয়াট (এসি) এবং ফেণীতে চকোরিয়ায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদ দেয়া হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে এ সংক্রান্ত ৩ টি পৃথক প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০ বছর মেয়াদে আনুমানিক ৭ হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা।বান্দরবান জেলার লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০ বছর মেয়াদে আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা।

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০ বছর মেয়াদে আনুমানিক ৩ হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা।