লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের কাকিনা ও তুষভান্ডার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা রেললাইন তুলে ফেলায় একটি যাত্রীবাহি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি উল্টে গেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

লালমনিরহাট রেলওয়ে অফিস ও ট্রেনের চালক নুর ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস (৭২ ডাউন) ট্রেনটি তুষভান্ডার রেলস্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর টেপাটারী এলাকায় ইঞ্জিনসহ তিনটি বগি প্রায় উল্টে যায়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আহসান জাবির জানান, রেল লাইনের ফিস প্লেট ও ফিস বোল্ট খুলে লাইন সরিয়ে দেওয়ায় (১২৬ ফুট) এ ঘটনা ঘটেছে। উদ্ধারকারী ট্রেন সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শেষ হতে কমপক্ষে ১০ ঘন্টা সময় লাগতে পারে।

এ দুর্ঘটনার কারণে বুড়িমারীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

(দিরিপোর্ট২৪/এআর/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)