তৃতীয় টার্মিনাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্য রিপোর্ট প্রতিবেদক: তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টার কিছু সময় পরে তৃতীয় টার্মিনালে পৌঁছান।
পৌঁছে তিনি ঘুরে দেখছেন সদ্য নির্মিত তৃতীয় টার্মিনাল। এরপর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি টার্মিনালের সফট ওপেনিং করবেন।
তৃতীয় টার্মিনালে ২ লাখ ৩০ হাজার বর্গমিটারের করিডোরে ঢুকলেই বুকিং কাউন্টার। এখান থেকে লাগেজ বুকিং করে যাত্রীরা যাবেন ইমিগ্রেশনে। পরে বডি স্ক্যানার আর অটোমেটিক লাগেজ চেক করা হবে।
আজকের এ উদ্বোধনীকে বলা হচ্ছে সফট ওপেনিং। সফট ওপেনিং এর পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করে ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে। সেই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংও করবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স।
দেশে সবচেয়ে কম সময়ের মধ্যে বাস্তবায়ন হওয়া মেগা প্রকল্পগুলোর মধ্যে উদাহরণ তৈরি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। মাত্র ৩ বছরেই উদ্বোধন করা হচ্ছে নান্দনিক এই স্থাপনা।