টস জিতে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে বোলিংয়ে নেদারল্যান্ডস
দ্য রিপোর্ট ডেস্ক: টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আশা জাগিয়েও হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশনে এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস। দুইদল মুখোমুখি হয়েছে নিজেদের ২য় ম্যাচে। যেখানে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক।
দুই দল তাদের একাদশে আজ পরিবর্তন নিয়ে মাঠে নামছে। কিউই একাদশে ফিরেছেন পেসার লকি ফার্গুসন। এই ডানহাতি পেসারের জন্য জায়গা হারিয়েছেন নিশাম।
নিউজিল্যান্ড একাদশ-
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
নেদারল্যান্ডস একাদশ-
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।