দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর উত্তরার সাইদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিনির্বাপণে তেমন কোনো ব্যবস্থা না থাকায় একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ভবন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

বুধবার (১১ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ভবনটিতে ডায়াগনস্টিক সেন্টার, বায়িং হাউজ, বিভিন্ন অফিস, বিভিন্ন এক্সোসরিজের দোকান ছিল। তবে অগ্নিনির্বাপণের তেমন কোনো ব্যবস্থা ছিল না। যা ছিল, তা খুবই সামান্য। ফলে এগুলো কোনো কাজে আসেনি।

লে. কর্নেল তাজুল বলেন, ভবনের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এই ফ্লোরে একটি রেস্টুরেন্ট ছিল। তবে রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না এখনই বলা যাচ্ছে না। আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এরপর ভবনের ৭ ও ৮ তলায় আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ভবনটিতে ফায়ার সার্ভিসের টিম সার্চ করেছে, কোনো হতাহত নেই। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।