আমির হামজা, দ্য রিপোর্ট: ভারতের মতো কোটার ভিত্তিতে মিয়ানমার থেকে বাংলাদেশ চাল ,শিম ,ডাল,  পেঁয়াজ, আদা এবং মরিচ আমদানি করবে । এ বিষয়ে খুবই শিগগীর দুই দেশের মধ্যে একটা সমঝোতা স্বারক স্বাক্ষর করবে।

মিয়ানমার বাংলাদেশের রাষ্ট্রদূত একটা চিঠি পাঠিয়ে বাণিজ্য মন্ত্রনালয়কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে।

মিয়ানমার বাংলাদেশের রাষ্ট্রদূত এম ডি মনোয়ার হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে সমঝোতা স্বারকের একটা খসড়া পাঠিয়েছে। এই খসড়া আছে প্রতি বছর বাংলাদেশ মিয়ানমার থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল ও সিদ্ধ চাল আমদানি করবে। এর সাথে মরিচ সহ ৬টি বিভিন্ন সবজিও আমদানি করবে। এজন্য বাংলাদেশ ও মিয়ানমার সাথে চুক্তি স্বাক্ষর হবে। মিয়ানমার পক্ষে মিয়ানমার রাইস ফাউন্ডেশন এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এ চুক্তি স্বাক্ষর করবে। চুক্তির সময়কাল হবে আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত ।

এদিকে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন ও আদা- ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশকে বার্ষিক কোটা দিতে প্রাথমিকভাবে সম্মত ভারত। তবে বাংলাদেশের প্রাথমিক প্রস্তাবে চাল, গম ও চিনির পরিমাণ বেশি হওয়ায় তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ ছিল ভারতের। এ অবস্থায় কোটারসংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারতে পাঠালেও বাংলাদেশর বেসরকারী খাত কত আমদানি করতে পারবে তা এখন নির্ধারিত হয়নি।

(দ্য রিপোর্ট/ আ হা / মাহা/ দশ অক্টোবর দুইহাজার তেইশ)