প্রধানমন্ত্রীর ইলিশ পোলাও পরিবেশনের ভিডিও ভাইরাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনভর শত ব্যবস্তার মধ্যে সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপর তিনিও যে একজন বাঙালি নারী, বাংলার গৃহবধূ, সেই রূপটি ফিরে আসে সময় পেলেই। সেটা হয় মাতৃ রূপে, নয় তো বহু ত্যাগ-তিতিক্ষার প্রতীক রূপে।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে ছেলের পছন্দের খাবার নিজ হাতে রান্না করে খাওয়ানো বা প্রিয় মানুষটিকে নিজের রান্না করা খাবার পাঠানো- এমন ঘটনা এর আগে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
এবার ঠিক তেমন একটি ঘটনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ভাঙ্গায় জনসভা শেষে প্রধানমন্ত্রী যান টুঙ্গীপাড়া গ্রামের বাড়িতে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। সেখানে পরিবারের সবাইকে ইলিশ পোলাও নিজ হাতে পরিবেশন করেন।
বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও দেখা গেছে। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী ইলিশ পোলাও রান্নার পদ্ধতি নিয়ে কথা বলছেন। বিশেষ করে, পোলাওয়ের মধ্যে ইলিশ কীভাবে রাখলে ভাঙবে না ইত্যাদি।