খালেদা জিয়ার রায় নিয়ে মন্তব্য করা সেই মেয়রের কারাদণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতের রায়ে, জাহাঙ্গীর আলমকে আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে তার প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীর আলমের বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। গত ১৭ আগস্ট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।
ওই বক্তব্যে বিচারপতির বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে তিনি মন্তব্যটি করেছিলেন।
জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে তাকে তলব করে সর্বোচ্চ আদালত। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীর আলমকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আপিল বিভাগ আজ বলেছেন, তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।