ইসরাইল-ফিলিস্তিনে মৃত্যু ২৩০০, বিমান হামলায় মৃত্যুপুরী গাজা
দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ইসরাইলে নিহত হয়েছে ১২০০ এবং ফিলিস্তিনে ১১০০। খাদ্য,পানি ও বিদ্যুৎ না থাকায় ও ইসরাইলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।
সবশেষ খবরে আল-জাজিরা বলছে, ইসরাইল সেনাবাহিনী গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হামাসও ইসরাইলের ভূখণ্ডে রকেট নিক্ষেপ জারি রেখেছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ফিলিস্তিনির যতো লোক মারা গেছেন তার মধ্যে গাজায় মৃত্যু হয়েছে ১১০০ জনের। আহত হয়েছেন পাঁচ হাজার ৩৩৯ জন। পশ্চিম তীরে মৃত্যু হয়েছে ২৮ জনের, আহত হয়েছেন ১৫০ জন।
এদিকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য জরুরি ভিত্তিতে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করেছে ইসরাইল। গাজা সীমান্তে তিন লাখ সেনা মোতায়েনও করেছে ইসরাইল।
অপরদিকে ইসরাইলের চলমান হামলার কারণে আড়াই লাখের বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা থেকে দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জনের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে তারা।