মিশরে জরুরি অবস্থা ও কারফিউ প্রত্যাহার
দিরিপোর্ট২৪ ডেস্ক : মিশরে তিনমাস ধরে চলা জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আদালতের দেওয়া নির্দেশের পর নির্ধারিত সময়ের দুইদিন আগেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলায়ির এক উপদেষ্টা বিবিসিকে জানান, জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হচ্ছে।
এদিকে, দেশটির মন্ত্রিসভা থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করার আগে কায়রো নির্দেশের কপি হতে পাওয়ার অপেক্ষায় আছে।
সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার রায়ের নির্দেশ মেনে চলবে বলেও ওই বিবৃতিতে জোর দেওয়া হয়েছে।
জরুরি অবস্থা ও কারফিউয়ের কারণে কর্তৃপক্ষ কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার ও বাড়িতে তল্লাশি চালাতে পারত।
কায়রোতে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাবের জন্য অনেকেই এই কারফিউকে দায়ী করেছেন। যদিও দেশটির সরকার কারফিউ জারির পাশাপাশি নতুন কর্মক্ষেত্র সৃষ্টি ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করেছে।
১৪ আগস্ট দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের অবস্থান কর্মসূচি থেকে জোর করে সরিয়ে দেওয়ার পর জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউয়ের ঘোষণা দেওয়া হয়।
প্রথমে একমাসের জন্য এ ঘোষণা দেওয়া হলেও সরকার ১২ সেপ্টেম্বর থেকে জরুরি অবস্থা ও কারফিউ আরো দুইমাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে, জরুরি অবস্থা ও কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখবে।
প্রধান প্রধান সড়কগুলো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে, দেশটিতে গণবিক্ষোভ নিয়ন্ত্রণে শিগশিরই নতুন একটি আইন প্রবর্তন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)