দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যটা সহজ ছিল ভারতের জন্য। সেই লক্ষ্যে উড়ন্ত সুচনা পায় তারা। তবে দারুন শুরু এনে দেয়ার পরও সুবমান গিল বিদায় নেন ১১ বলে ১৬ রান করে। এরপর ভিরাট কোহলি দারুন শুরু করেও আউট হন ১৬ রান করে। 

তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা আজও খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তার ৮৬ রানের কল্যাণে দল সহজে পৌছে যায় জয়ের বন্দরে। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক। সেঞ্চুরি পেরিয়ে যায় ভারত আর আইয়ার কে সঙ্গী করে জয়ের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

৮ উইকেটে জয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিশ্চিত করলো ভারত।