দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলি রাষ্ট্রদূতকে মৌখিকভাবে বহিষ্কার করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

নিউ আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল-হামাস সংঘর্ষ এবং এ বিষয়ে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মন্তব্য নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে সোমবার দেশটি থেকে ইসরাইলের রাষ্ট্রদূতকে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইলের রাষ্ট্রদূত গালি দাগানকে উদ্দেশ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা বলেছেন, তার অন্তত ক্ষমা চাওয়া উচিত এবং চলে যাওয়া উচিত।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সাথে গাজায় ইসরাইলি হামলার তুলনা করেন। পেট্রোর এ মন্তব্যের সমালোচনা করেন ইসরাইলের রাষ্ট্রদূত। এর পরপরই তাকে দেশ ছাড়তে বলে কলম্বিয়া সরকার।

পেট্রো এক এক্স (আগের টুইটার) পোস্টে অভিযোগ করে বলেছেন, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজার জনগণ সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, ঠিক একই ভাষা ইহুদিদের বিপক্ষে ব্যবহার করেছিল নাৎসিরা।

ইসরাইলি আগ্রাসনের কথা উল্লেখ করে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট বলেন, গণতান্ত্রিক জনগণ নাৎসিবাদকে আন্তর্জাতিক রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেবে না।

কলম্বিয়ার সামরিক বাহিনীতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ইসরাইল। গাজা ইস্যুতে দুই দেশের মধ্যে শুরু হওয়া এ কূটনৈতিক দ্বন্দ্বের জেরে রোববার থেকে দেশটিতে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থাগিত করেছে ইসরাইল।