হামাসকে সমর্থনকারী দিলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি ট্রাম্পের
দ্য রিপোর্ট ডেস্ক: ইহুদি-বিদ্বেষী এবং ফিলিস্তিনির স্বাধীনতকামী সংগঠন হামাসকে সমর্থনকারী যেকোন মার্কিন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ঐ সব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার চেষ্টায় বাধা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, যদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে পারেন, তবে হামাস সমর্থনকারী অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না। তাদের অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। সেই সঙ্গে, হামাসের সমর্থনে যুক্তরাষ্ট্রের মাটিতে যেকোন প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে পুলিশ পাঠিয়ে তাদের গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দেন।
স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) আইওয়াতে প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত এ খবর জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, জঙ্গিগোষ্ঠী হামাসের সমর্থনে যুক্তরাষ্ট্রে কোনো বিক্ষোভ-সমাবেশ হলে তা দমন করতে পুলিশ পাঠানো হবে। সেই সঙ্গে প্রকাশ্যে হামাসকে সমর্থনকারী অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে উৎস দেশে পাঠিয়ে দেয়া হবে।`
তিনি বলেন, যারা ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না, তিনি ফের ক্ষমতায় গেলে তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না। এ ছাড়া এমন ‘ইহুদি-বিদ্বেষী’ বিদেশি শিক্ষার্থীদের মার্কিন ভিসাও দেয়া হবে না।
তিনি হুঁশিয়ারি দেন, সন্ত্রাসবাদে জর্জরিত দেশগুলোর নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে তার প্রশাসন। তবে কী উপায়ে এসব প্রতিবন্ধকতা কার্যকর করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এমন অভিবাসনবিরোধী নীতি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। কেননা, প্রেসিডেন্ট থাকাকালেও ট্রাম্পের অভিবাসন নীতির বাস্তবায়ন আদালতে তোপের মুখে পড়েছিল।
রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প ২০১৭-২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আগামী ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান তিনি। এ জন্য ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন তিনি।