দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা এবং নির্বাচন শেষে জনগণের ভোটে তিনিই হবেন প্রধানমন্ত্রী। এটাই আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে শেষ বার্তা।

বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশে আরও বলেন, শেখ হাসিনা থাকলে সুদিন আসবে, গণতন্ত্র থাকবে, দেশে আসবে শান্তি।

নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি অবস্থান বিপরীত মেরুতে। বিএনপি ও সমমনারা দুর্গা পূজার শেষে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৮ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষনা দেন। তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামব না। অনেক বাধা আসবে এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’

বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সরকার তরফ থেকে বলা হচ্ছে, ভোট কীভাবে হবে, তা সংবিধানে বলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকবে ভোটের সময়। কেউ চাইলে ভোটে না আসতে পারে। তবে বাধা দিতে পারবে না কেউ।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ নানা পক্ষ প্রদান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার চেষ্টায় আছে। তারা সংলাপে বসারও পরামর্শ দিচ্ছে।

তবে, বিএনপি বলছে, তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় বসতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সংলাপ হতে পারে, তবে সে জন্য বিএনপিকে শর্ত ছাড়তে হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের বুধবারের সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘মির্জা ফখরুলের পকেট গরম মালপানি আরও আসছে। ধমক দেয় আওয়ামী লীগকে, ভয় দেখায়। মির্জা ফখরুল পাঁচতারা হোটেলে নাস্তা খায় আর আর তিন ঘণ্টা অনশন করে। বিদেশি জুস খেয়ে অনশন ভঙ্গ করে।’

‘যে আন্দোলন তারা করছে আর আমাদের বার্তা দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এভাবে বারবার বলবেন না।’

ফখরুল বার্তা দেওয়ার কে- এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কার কাছে ক্ষমতা দেবে শেখ হাসিনা? আপনার কাছে? খণ্ডিত ব্যক্তির কাছে? আমি আপনাকে শেষ বার্তা দিয়ে দিচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের বার্তা।’