"সড়ক দুর্ঘটনা রোধে আওয়ামী লীগ সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি"
দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচনী অঙ্গীকার থাকলেও সড়ক দুর্ঘটনা রোধে আওয়ামী লীগ সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। শনিবার (২১ অক্টোবর) সকালে সড়ক আইন ও বিধি অনুযায়ী সড়ক দুর্ঘটনায় হতাহত নাগরিকদের ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর সড়কে প্রাণহানি হচ্ছে ২৪ হাজার ৯৫৪ জনের। আহত হচ্ছেন সাড়ে ৩ লাখ মানুষ; যার মধ্যে পঙ্গু হচ্ছেন ৮০ হাজার।
মোজাম্মেল হক বলেন, রাজধানীতে চলা বেশিরভাগ বাসই ফিটনেসবিহীন এবং চালক তৈরির প্রক্রিয়ায় গলদ থাকায় এ সংখ্যা কমছে না।
এ সময় নিহত পরিবারকে ১০ লাখ, আহত রোগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানায় সংগঠনটি।
একইসঙ্গে দুর্ঘটনা কমাতে ই-ট্রাফিকিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তার কথাও জানায় যাত্রী কল্যাণ সমিতি।