বিএনপি নেতা আমিনুলের বাসায় তল্লাশীর অভিযোগ
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের মিরপুরের বাসভবনে পুলিশ তল্লাশী চালিয়েছে বলে অভিযোগ করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।
আমিনুল বলেন, ‘গতকাল রাতে আমার মিরপুর পল্লবীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় আমার বাসা ও আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত কয়েকদিন ধরে গ্রেপ্তার এড়াতে নিজ বাসভবনে থাকতে পারছি না। সমাবেশ সফল করতে গ্রেপ্তার এড়িয়ে চলতে দলের হাইকমানন্ড যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলছি।’
এদিকে গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানান, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।
আজ বুধবার রাত পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না। আমি আইন শৃঙ্খলা বাহিনী কতৃর্ক এই ধরণের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে নিখিল চন্দ্র শ্রাবণকে জনসমক্ষে হাজির করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরই শ্রাবণকে ফেরত দিতে হবে।’