"বিএনপির আন্দোলনকে ভিন্ন দিকে নিতেই সহিংসতা সৃষ্টি করেছে সরকার"
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির অহিংস আন্দোলনকে ভিন্ন দিকে নিতেই পূর্বপরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করেছে সরকার। অনুমতি দিলেও ভেতরে ভেতরে সর্বনাশা হামলার নীলনকশা করেছিল তারা।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে জনগণের জানমালের ক্ষতি করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান বিচারপতির বাসভবন, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে সরকারের পূর্ব নিয়োজিত সন্ত্রাসীরা।
বিএনপির ওপর দায় চাপানো আষাঢ়ে গল্প। রিজভী আরও বলেন, বর্তমানে ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। বিরোধী রাজনৈতিক দলের স্বাভাবিক জীবন যাপন হুমকির মুখে পড়েছে। বিএনপির এমন কোনো নেতা নেই, যার নামে মামলা হয়নি। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।