দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে রাজতন্ত্র কায়েম করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক সংকট সমাধানের পথ বলেও উল্লেখ করেন।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের দাবি যতদিন পর‌্যন্ত আদায় না হবে ততদিন পর‌্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করে রিজভী বলেন, ‘তিনি তো জমিদারের মতো আচরণ করে যাচ্ছেন। যা কখনো কাম্য হতে পারে না।’

সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্যই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

নিজেদের অধীনে একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরের মতোই বিরোধীদলের উপর নি্র্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

(দিরিপোর্ট/এমএইচ/এআইএম/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)