দ্য রিপোর্ট ডেস্ক: আগে থেকেই গুঞ্জণ ছিল, মেসির হাতেই ওঠতে চলেছে ব্যালন ডি অর। সেই গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। আর্লিং হলান্ড নয়, মেসির হাতেই ওঠেছে এ পুরস্কার। প্যারিসের তিয়াটর দু শাতলে গতকাল রেকর্ড অষ্টম শিরোপা জয়ের মাধ্যমে নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে গেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম এ অর্জনের দিনে তাঁর সঙ্গে বরাবরের মতই উপস্থিত ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকজ্জু এবং তিন ছেলে। রেকর্ড অষ্টম ব্যালন ডি অর জয়ের পর ফুটবল জাদুকর বলে, "মুহূর্তটা উপভোগের জন্য এখানে আরেক উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।" এ সময় বিশ্বকাপ জেতা নিয়েও নিজের অনুভূতিটা আরেকবার জানান মেসি, "বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।"

ক্যারিয়ারজুড়ে এত এত অর্জনের পেছনে নিজের সুপ্রসন্ন ভাগ্যকে কৃতিত্ব দিয়ে মেসি বলেন, "আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।"