দ্য রিপোর্ট প্রতিবেদক: আইসিবি( ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ)  ঢাকার রাজারবাগে ৩২ তলা বিল্ডিং নির্মাণের কাজ পাচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি  এন্ডডিই-ইউসিসি ।  এর সরকারের খরচ হবে ১৭৬ কোটি টাকা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজারবাগে আইসিবি ভবন নির্মাণের প্রস্তাবটি বুধবার সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে ।

অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কমিটির সভা সভাপতিত্বে করবেন ।গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবটিতে বলা হয়েছে চারটি দরপ্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরপত্র হয়েছে এন্ডডিই-ইউসিস জেভি এর খরচ হবে ১৭৬ কোটি টাকা । তিনটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্প্রেটা ইঞ্জিয়ারিং লিমিটেড , সিভিল ইঞ্জিয়ারিং লিমিটেড এবং ওয়াহিদ-মীর আকতার জয়েন্ট ভেঞ্জাার। এন্ডডিই-ইউসিস জেভি লিড কোম্পানি ন্যাশনাল ডেভেলাপমেন্ট ইঞ্জিয়ারিং লিমিটেড পূর্ত মন্ত্রণালয়ের একক ভাবে ১৮ টি প্রকল্প এবং যৌথ ভাবে ১২ টি প্রকল্পের কাজ করছে । এই প্রকল্পর মোট অর্থের পরিমাণ হচ্ছে ১ হাজার ১৪১ কোটি ৯২ লাখ টাকা । ২০১৬ সালে সরকারী বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি অর্থ বিভাগে ঢাকার রাজাবাগে ৪০ তালা ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। এর খরচ ধরা হয়েছিল ২৮৩ কোটি ৩৪ লাখ টাকা ।