মার্ভেল অব টুমরো সিজন থ্রি অনুষ্ঠিত
দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্ভেল অব টুমরো হলো মার্ভেল- বি ইউ এর একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট। ৩রা নভেম্বর, ২০২৩ এ ‘লেটস ভাইব উইথ মার্ভেল অব টুমরো সিজন থ্রি ড্রিভেন বাই চেরি’ ব্যানারে এবছরের মার্ভেল অব টুমরো এর তৃতীয় আসর অনুষ্ঠিত হয় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। এই বছরের প্রতিপাদ্য ছিল ‘গো গ্লোবাল, গো এআই’ যেহেতু পুরো অনুষ্ঠানটি মূলত বৈশ্বিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তার কার্যক্রম নিয়ে পরিচালিত হয়।
এবছর সর্বমোট ৩৭টি পুরষ্কার দেওয়া হয় যার মধ্যে ২৯টি ক্যাটাগরিতে ৩০জন বিজয়ী ঘোষনা করা হয়। দ্বিতীয়বারের মতো পপুলার ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার ২০২৩ হিসেবে নির্বাচিত হন আর এস ফাহিম চৌধুরী। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যেসকল প্রতিভাবান ইনফ্লুয়েন্সাররা পুরষ্কৃত হন তারা হলেন - সোহেল তাজ, প্রিতম হাসান, রাকিন আবসার, খালিদ ফারহান, ইশরাত জাহিন আহমেদ, আমিন হান্নান চৌধুরী, নভোরোশ, পেটুক কাপল, সারাহ করিম, জোলতান বিডি, জুবায়ের তালুকদার ,টুইঙ্ক ক্যারোল, গুলফাম শাহানা জানা, আশফাক নিপুণ, ঝুমু হক, কালচারাল ক্লাসিসিস্টস, ডগোসেজ, তাশরীফ খান, লিলিপুট ফারহান, তন্ময় কার্টুনস, হামিম হাসান জোয়ি, অ্যাপোলো গেমিং, স্যামজোন, মারিয়া মুমু, সৈয়দ আবিদ হুসাইন সামি এবং আর এস ফাহিম চৌধুরী। এবারই প্রথমবারের মতো বিভিন্ন ব্র্যান্ডকে পুরষ্কৃত করা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য। ব্র্যান্ড গুলো হলো - চরকি, টেকনো, ফুডপান্ডা, ইউএনএইচসিআর, ট্রিক্স, বাজার৩৬৫।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিল জনি জনাসন, হেড অব সেন্ট্রাল এশিয়া, বাংলাদেশ অ্যান্ড নেপাল, মেটা। কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করায় তিনি রাফসান দ্য ছোটভাই এর হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ট্রাভেল উইথ ওয়াইফ’ নামক শ্রীলঙ্কান ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। লেটস ভাইব উইথ মার্ভেল অব টুমরো সিজন থ্রি অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এইআই ইনফ্লুয়েন্সার ‘মার্ভেলা’ - কে লঞ্চ করে দ্য মার্ভেল - বি ইউ। মার্ভেলা দেখতে একদমই আমাদের মতো কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। দ্য ওয়াইডার কালেক্টিভ (টিডব্লিউসি) হচ্ছে মারভেলার ডেভেলপার যারা দ্য মার্ভেল - বি ইউ এর প্রথম বাংলাদেশি এইআই ইনফ্লুয়েন্সার তৈরির পিছনে কাজ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোহেল তাজ যিনি একটি ক্যাটাগরির বিজয়ীও ছিলেন। জেলহত্যা দিবস উপলক্ষে তিনি তাঁর বক্তৃতার পরবর্তীতে জাতীয় সংগীত পরিচালনার মাধ্যমে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান। লেটস ভাইভ উইথ মারভেল অব টুমরো সিজন ৩ এর কো-হোস্ট ছিল লেটস ভাইব এবং ড্রিভেন বাই চেরি। এক্সপেরিয়েন্স পার্টনার ছিল ডিসকভারি ওয়ান | ডুরি লাইফস্টাইল | কিটক্যাট | ম্যাগি | নেসক্যাফে | পিকাবু ডট কম | পোলার আইসক্রিম | সেভেন আপ | টেকনো মোবাইল | ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি এর ওয়্যারেবল। সার্ভিস পার্টনার হিসেবে ছিল আলেফ | অ্যাক্সপার্ট প্রোডাকশন | বারকোড ক্যাফে | বাজার৩৬৫ | ক্যাবলগ্রাম | সেন্টারব্যাক প্রোডাকশন্স | সিথ্রিসিক্সটি | ঢাকা মেট্রো | ড্রিম ওয়েভার | ফিয়েরো | গুডি ব্রো | হাল ফ্যাশন | কান্তার | ল্যাভিশ বুটিক স্যালন | নাগরিক টিভি | এনএসইউ ইয়েস | রিচেবল | সাফিয়া সাথি | দ্য ফ্রন্ট পেইজ | দ্য ওয়াইডার কালেক্টিভ | তুরাগ অ্যাক্টিভ | ওয়াফেল আপ। (প্রেস বিজ্ঞপ্তি)