দ্য রিপোর্ট প্রতিবেদক: দুবাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৬২ কোটি ৯৫ লাখ। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের   অধীনে খাদ্য অধিদফতরের প্রস্তাবটি অনুমোদন জন্য উপস্থাপন করা হবে ।

খাদ্য অধিদফতরের প্রস্তাবে বলা হয়েছে ইউএই দুবাইয়ের স্থানীয় মের্সাস গ্রিণফ্লাউয়ার ডিএমসিসি ইউনাইটেড ৫০ হাজার মেট্রিক টন গম খাদ্য মন্ত্রণালয়ে সরবরাহ করবে । প্রতি টনের খরচ ধরা হয়েছে ২৯৪ দশমিক ৯৫ মার্কিন ডলার। প্রতি মার্কিন ডলার ধরা হয়েছে ১১০ দশমিক ৫০ টাকা । আন্তজার্তিক দরপত্রের মাধমে দুবাইয়ের কোম্পানিটি চার কোম্পানির মধ্যে সর্বনি¤œ দরদাতা হয়েছে । কোম্পানিটি রাশিয়ান ফেডারেশন থেকে গম সংগ্রহ করবে।

২০২৩- ২৪ অর্থ বছরে আন্তর্জাতিক উৎস থেকে বাংলাদেশ সরকার ৬ লাখ টন গম কিনবে । ইতিমধ্যে উন্মুূক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ ৫০,০০০ হাজার টন গম সংগ্রহ করেছে । জি টু জি ভিত্তিতে সরকার রাশিয়ান ফেডারেশন থেকে ৩ লাখ মেন্ট্রিক টন গম আমদানির চুক্তি করেছে ।