দ্য রিপোর্ট ডেস্ক: হতাশার এক বিশ্বকাপ কাটিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে শেষটা রাঙিয়েছে ইংলিশরা। সব মিলিয়ে বিশ্বমঞ্চে ৯ ম্যাচে তিন জয়ের স্বাদ পেয়েছে থ্রি-লায়ন্সরা। বিশ্বকাপে এমন ব্যর্থতার পর আসন্ন ওয়ানডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে ইংলিশরা।

আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। যেখানে বিশ্বকাপে স্কোয়াডে থাকা মাত্র ছয় ক্রিকেটার জায়গা পেয়েছেন।

বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তার ওপরই আস্থা রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। এই দলে বাটলারের সঙ্গে যোগ দিয়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকস, ব্রাইডন কারস, স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোন।

অন্যদিকে বিশ্বকাপের মাঝপথেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন রিচ টপলি। তার পরিবর্তে কারসকে দলে টেনেছিল থ্রি-লায়ন্সরা। তবে আসন্ন সিরিজের জন্যে ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি তরুণ এই পেসারের। যদিও বিশ্বকাপে কোনো ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

সেই হিসেবে ক্যারিবীয় সফর থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ খেলা জো রুট, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো ও ডেভিড উইলি।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়েছে অ্যাশেজ সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখানো জশ টাঙয়ের। সেই সঙ্গে দলে যোগ দিয়েছেন জন টার্নার। টেস্টের সহ-অধিনায়ক ওলি পোপও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

আগামী ৩ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৬ ও ৯ ডিসেম্বর। এরপর ১২ ডিসেম্বর বার্বাডোজে হবে প্রথম টি-টোয়েন্টি। এ ছাড়া গ্রানাডা এবং ত্রিনিদাদে আয়োজন করা হবে দুটি করে টি-টোয়েন্টি ম্যাচ।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাঙ, জন টার্নার।

টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাঙ, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।